[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নারায়ণগঞ্জে অপু নামে এক যুবক নিহত হয়েছেন দুর্বৃত্তের ছুরিকাঘাতে। পুলিশ জানায়, শুক্রবার (২৩ আগস্ট) রাতে সদর উপজেলার ফতুল্লার বাবুরাইল তাঁতীপাড়া এলাকায় সোলেমান হোসেন অপু নামে এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয় কাশেম ডেকোরেটরে বৈদ্যুতিক মিস্ত্রী হিসেবে কাজ করতেন নিহত অপু । তবে কি কারণে এ হতাকাণ্ড সে ব্যাপারে কিছু জানাতে পারেনি পুলিশ।