নারায়ণগঞ্জের কাচ্চি ভাই রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

মঙ্গলবার, আগস্ট ৩, ২০২১,১১:২৩ পূর্বাহ্ণ
0
147

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নারায়ণগঞ্জের কাচ্চি ভাই রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ শাখাকে ফ্রিজে কাঁচা মাংস আর বাসি মাংস একসঙ্গে রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের কাচ্চি ভাই শাখায় ফিরনি ও ফালুদাসহ বোতলজাত কিছু খাবার রাখা ছিল। যেগুলোর কোনো মূল্যতালিকা ছিল না। সেখানে ক্রেতাদের কাছে ইচ্ছানুযায়ী দাম রাখা হয়। তাঁরা খাবারের মান ঠিক রাখেন না। অভিযানে এসে দেখলাম একই ফ্রিজের একই চেম্বারে কাঁচা মাংস এবং রান্না করা বাসি মাংস রাখা হয়েছে। এটা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে