[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নাটোরের গুরুদাসপুরে র্যাবের ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছেন তিন লক্ষ পাঁচ হাজার টাকা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার চাষকর বাজার এলাকায় পরিচালনা করা হয় এই অভিযান ।
র্যাব- ৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে পরিচালনা করা হয় এই ভ্রাম্যমাণ আদালত । সেখানে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট ও ভেজাল সেমাই জব্দ করা হয়। সেখানে ৪ ব্যবসায়ীকে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে জরিমানা করা হয় তিন লক্ষ ৫ হাজার টাকা। পরে ধ্বংস করা হয় জব্দকৃত পণ্য।