[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নাটোরের সিংড়ায় বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে বাবুল হোসেন বাবলু (২৬) নামে এক যুবকের । মৃত আবুল হোসেনের পুত্র বাবলু সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের পিপলশন গ্রামের ও আওয়ামী যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, এ ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির মটরের বৈদ্যুতিক তার মেরামত করার সময় । তাকে আহত অবস্থায় বগুড়া জিয়া মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার ।
ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজ বাড়ির মটরের বৈদ্যুতিক তার মেরামত করার সময় বিদ্যুতায়িত হয় বাবলু, পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।