নাগেশ্বরী উপজেলা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

শুক্রবার, এপ্রিল ১৭, ২০২০,৪:১৭ অপরাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা প্রশাসন ও নাগেশ্বরী উপজেলা পরিষদের আওতায় ১৭ এপ্রিল (শুক্রবার) নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চরাঞ্চলের ৩শত অসহায় পরিবারের মাঝে আটা ৪ কেজি, ১ কেজি সয়াবিন তৈল, ১ কেজি মুসরী ডাল ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।

নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের নদী ভাঙন কবলিত ও চরাঞ্চলীয় ৩শত অসহায় পরিবারের হাতে এসব তুলে দেন নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার নূর আহম্মেদ মাছুম, বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) কুড়িগ্রাম হাফিজুর রহমান।

জানা যায়, কুড়িগ্রামের চরাঞ্চলীয় ও দুধকুমর নদী ভাঙন কবলিত এবং দিনমজুর, অসহায় ৩শত পরিবারের মাঝে এসব ত্রাণ করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে