[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চন্ডীপুর নামক এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ইউপি সদস্যসহ ২ জন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরো ২ জন।
পুলিশ ও এলাকাবাসী জানায়,গতকাল (২৬ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম-নাগেশ্বরী মহাসড়কের চন্ডীপুর নামক এলাকায় ২ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটর সাইকেলে থাকা ৪ আরোহী মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে আনার পথে দুই জন মারা হয়। অপর ২ জনকে আশংকাজনক অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার কুমরপুর এলাকার আলমগীর হোসেন (৩৫) ও অপরজন উলিপুর উপজেলার ধরনী বাড়ী ইউনিয়নের ইউপি সদস্য জাহিদুল ইসলাম (৩৪)।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দু’দিক থেকে দ্রুত গতিতে আসা দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।