নাগেশ্বরীতে তিন ইট-ভাটায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

শনিবার, ডিসেম্বর ২১, ২০১৯,৭:০৭ পূর্বাহ্ণ
0
55

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এজি লাভলু, স্টাফ রিপোর্টার: জেলার নাগেশ্বরী উপজেলায় ৩টি ইট ভাটায় ভ্রাম্যমান আদালত কর্তৃক সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল (১৮ ডিসেম্বর) বুধবার দুপুরে ৩টি ইট ভাটায় জরিমানা করা হয়েছে। ইট ভাটাগুলো হল- (১) এম.এইচ.টি ইটভাটায় ২ লাখ (২) এস.এম.ভি ইট ভাটায় ৫০ হাজার (৩) এ.জে.পি ইট ভাটায় ৩ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা খাতুন। ঐ ৩টি ইট ভাটায় আগুন দেয়ার অনুমতি না থাকায় এ জরিমানা করা হয়।

এস.এম.ভি ইটভাটার মালিক মুরাদ ব্যাপারী বলেন, বর্তমানে ইট ভাটায় লোকসান হচ্ছে। ভ্যাট, টিন, ডিন সবই বৃদ্ধি করা হয়েছে। গত সিজনে এক হাজার ইট কাটা হতো ৩শ’ টাকায় কিন্তু এবার তা দ্বিগুন করে ৬শ’ টাকা করা হয়েছে। শ্রমিক মজুরী বৃদ্ধি হয়েছে। সে তুলনায় ইটের দাম বৃদ্ধি পায়নি। তাই এবারে ইট ভাটা মালিকদের লোকসান গুনতে হবে।

জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন বলেন, ইট ভাটা ৩টির কোন কাগজপত্র না থাকায় জরিমানা করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে