[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি আসামের নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ নাগরিকত্ব বঞ্চিত হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ভারত সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
রোববার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে গ্রান্ডি বলেন, এনআরসি থেকে বাদ পড়া ১৯ লাখ মানুষের অবস্থা চূড়ান্ত পর্যায়ে কী হবে তা নিয়ে ইউএনএইচসিআর উদ্বিগ্ন; কারণ আরেকটি জাতীয়তা না পেলে এসব মানুষ রাষ্ট্রহীন হওয়ার ঝুঁকিতে পড়বে।এনআরসির বিষয়টি উল্লেখ্য করে গ্রান্ডি বলেন, ‘এই উদ্যোগের ফলে যাতে একজন ব্যক্তিও রাষ্ট্রহীন হয়ে না পড়ে সেটা নিশ্চিত করতে আমি ভারত সরকারের প্রতি আবেদন জানাচ্ছি।’