[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ভারতের আসাম রাজ্যের চূড়ান্ত নাগরিকত্ব (এনআরসি) তালিকা দেখেই করিমগঞ্জ জেলার বদরপুরের ফয়জুর রহমান হার্টঅ্যাটাক করে মারা গেছেন। তালিকায় নিজের ও পরিবারের কারো নাম না দেখে হৃদরোগে আক্রান্ত হন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার থেকে জানা যায়, ফয়জুর শনিবার তালিকায় নাম না থাকার খবর পেয়েই থমকে যান। সারাদিন কথাবার্তা প্রায় বন্ধই ছিল। খাবারও খাননি তিনি। রোববার ভোরে তার মৃতদেহ পাওয়া যায়। রাতের কোনো এক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৫৮ বছর বয়সী ফয়জুরের। পারিবারিক সূত্রে জানা গেছে, নাগরিকত্বের প্রমাণ হিসেবে ১৯৬০ সালে কেনা জমির দলিল দিয়েছিলেন। কিন্তু পরিবারের সাতজনের কারও আসেনি।
এর আগে, এনআরসি তালিকা প্রকাশের আগেই নাম না থাকার শঙ্কায় শনিবার আত্মহত্যা করেন শোণিতপুরের শায়েরা বেগমও। যদিও পরে জানা গিয়েছিল, তালিকায় নাম ছিল শায়েরার। গত ৩১ আগস্ট প্রকাশ করা হয় আসামের বিতর্কিত এনআরসি তালিকা। রাষ্ট্রহীন হওয়ার ঝুঁকিতে পড়েছেন তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখ ৬ হাজার মানুষ এখন।