নলছিটিতে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২০,৬:২৫ অপরাহ্ণ
0
13

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে করোনা আক্রান্ত হয়ে আবদুল মজিদ হাওলাদার (৮৮) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে তার মৃত্যু হয়। 

মৃতের পরিবার জানায়, নলছিটি উপজেলার রানাপাশা গ্রামের আবদুল মজিদ হাওলাদার ১০ দিন ধরে জ্বর বুকে ব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার বিকেলে তাকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার নমুনা সংগ্রহ করা হয়। এতে তার করোনা ধরা পড়ে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে লাশ বাড়িতে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ঝালকাঠি জেলায় সোমবার পর্যন্ত আরও ১ জন আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ৬৯৫ জন আক্রান্ত হল। ঝালকাঠি জেলার ৪ টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ২৫৯ জন, নলছিটি উপজেলায় ১৪৩ জন, রাজাপুর উপজেলায় ২১৫ জন, ও কাঠালিয়া উপজেলায় ৭৮ জন।

ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ৩৫৫৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়। প্রাপ্ত রিপোর্টে  ৬৯৫ জনের পজেটিভ ও ২৮৮০ জনের নেগেটিভ পাওয়া যায়। বাতিল হয়েছে ৩৬। সুস্থ হয়েছেন ৬৬৪ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের । হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১২১ জন, হাসপাতাল আইসোলিয়শনে রয়েছে ২ জন।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য প্রদান করেছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে