নরসিংদীতে ৩য় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ, গ্রেফতার ধর্ষক

সোমবার, জানুয়ারি ১৩, ২০২০,১০:১১ পূর্বাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নরসিংদীর চিনিশপুর ইউনিয়নের রাজাদী গ্রামে ৩য় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক আলামিনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষক আলামিন (৪০) পলাশ উপজেলার মাঝেরচরের মৃত আবুল হোসেনের ছেলে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান জানান, রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় শিশুটি বাড়ির পার্শ্ববর্তী চিনিশপুর কালীর বাজারে পিঠা কিনতে যায়। এ সময় পিঠা কিনে বাড়ি ফেরার পথে বাজারের এক কলা ব্যবসায়ী তাকে মুখ চেপে ধরে কলাক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে সেখানে ফেলে রেখে ধর্ষক পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই ওই ছাত্রীটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ভোরে পলাশ উপজেলার মাঝেরচর নিজ বাড়ি থেকে ধর্ষক আলামিনকে গ্রেফতার করে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।

আসামি আলামিনকে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে আদালতে পাঠানো হয় বলে জানায় পুলিশ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে