নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২০,৭:৩৯ পূর্বাহ্ণ
0
19

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শনিবার সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে। 
সকালে ছত্রভঙ্গ করে দেয়া হয় কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের সামনে দাঁড়ানোর চেষ্টা করলে তাদের। নেতাকর্মীরা কার্যালয়ের ভেতরে অবস্থান নেন এ সময়।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে প্রবেশ করেন সকাল সাড়ে ১০টার দিকে। এরপর থেকে কার্যালয়ে কেউ ঢুকতে কিংবা বেরুতে পারছেন না। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত যাওয়ার কথা রয়েছে দুপুর ২টার দিকে। তবে পুলিশ বলছে, এ কর্মসূচি পালনের কোনো রকম অনুমতি নেই। যাতে রাস্তায় যানজট কিংবা কোনো বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হয়, সে জন্যই তারা এখানে অবস্থান নিয়েছেন।

বিপুল সংখ্যক পুলিশ নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরেরপুল পর্যন্ত মোতায়েন করা হয়েছে। বিএনপি কার্যালয়ের মূল গেটের সামনেই রয়েছে শতাধিক পুলিশ। গোয়ান্দা সদস্যদেরও শক্ত নজরদারি রয়েছে। এ অবস্থায় নেতাকর্মদের মনে সংশয় দেখা দিয়েছে বিএনপি কর্মসূচি আদৌ পালন করতে পারবে কিনা তা নিয়েই। এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দলটি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে