নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ

শুক্রবার, জুলাই ২৪, ২০২০,৭:৩৮ পূর্বাহ্ণ
0
14

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যের মৃত্যুর কারণে শূন্য হওয়া আসনে নির্বাচিত দুজন সংসদ সদস্য যশোর-৬ আসনের মো. শাহিন চাকলাদার ও বগুড়া-১ আসনের বেগম সাহাদারা মান্নান শপথ নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পাঠ করান।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশিত শারীরিক দূরত্ব বজায় রেখে ও কঠোর সতর্কতা মেনে দুজন নবনির্বাচিত সদস্যকে শপথ পাঠ করান স্পিকার। এ সময় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম ও সংসদ সদস্য মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্যে গত ১৪ জুলাই অনুষ্ঠিত উপনির্বাচনে ওই দুজন সংসদ সদস্য নির্বাচিত হন। যশোর-৬ আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান গত ১৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁরা মৃত্যুবরণ করায় ২৮ জানুয়ারি ওই আসন দুটি শূন্য ঘোষণা করা হয়। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে