নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ, ৩৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার

রবিবার, অক্টোবর ৬, ২০১৯,৫:৫৮ পূর্বাহ্ণ
0
46

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সহপাঠীদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রংপুর পলেটেকনিকেল কলেজের ছাত্র মারুফ হোসেন মুন্না (১৮)। নিখোঁজের ৩৬ ঘন্টা পর মরদেহ নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

জানা গেছে, গত শুক্রবার সকাল ১১ টায় মারুফ হোসেন মুন্না সহপাঠীদের সাথে ঘাসুরিয়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। বহু খোঁজাখুজির পর ঘটনাস্থল থেকে ৮ কিলোমিটার দূরে পাঁচবিবি উপজেলার দক্ষিণে উত্তর গোপালপুর নামক স্থানে শনিবার দিবাগত রাত ১টায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। নিখোঁজ মারুফ হোসেন মুন্না দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নন্দিপুর গ্রামের শিক্ষক মতিয়ার রহমানের ছেলে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে