নতুন মেসেজিং অ্যাপ ‘থ্রেডস’ আনছে ফেসবুক

বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০১৯,৬:৫৪ পূর্বাহ্ণ
0
41

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আরেকটি মেসেজিং অ্যাপ আনার ঘোষণা দিয়েছে সামাজিকমাধ্যমের জায়ান্ট ফেসবুক। তবে শুধুমাত্র ইনস্টাগ্রামে এটি ব্যবহার হবে। অ্যাপটির নাম দেয়া হয়েছে ‘থ্রেডস’। ‘থ্রেডস’ সংযুক্ত থাকবে ফেসবুকের অপর অ্যাপ ইনস্টাগ্রামের সঙ্গে। এটি স্বয়ংক্রিভাবে আপডেট দেবে ব্যবহারকারীর অবস্থান, গাড়ির গতি ও ব্যাটারি লাইফ। সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে শেয়ারও করা যাবে।

টাইপ করা টেক্সট, ছবি ও ভিডিও মেসেজও বন্ধুদের সঙ্গে শেয়ার করা যায় ইনস্টাগ্রামের ক্রিয়েটিভ টুল ব্যবহার করে। কিন্তু নতুন অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে করা যাবে। তবে ফেসবুক কর্তৃপক্ষ কবে এই অ্যাপ উন্মোচন করা হবে তা এখনো জানায়নি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে