[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২০-এর আওয়ামীপন্থী অধ্যাপক ড. কাজী আখতার হোসেন সভাপতি এবং বিএনপি-জামায়াত পন্থি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর দেড় টায় শেষ হয়। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ১২৩ ভোট পেয়ে সভাপতি এবং আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ১৪৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে জয়লাভ করেছেন।
১৪৫ ভোট পেয়ে সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মেহের আলী, ১২৭ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক ড. মিজানুর রহমান এবং ১২৩ টি ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে ড. সেলিনা নাসরীন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৩৯৬ জন ভোটারের মধ্যে ৩৪৬ জন শিক্ষক ভোটে অংশ নিয়েছেন।
এছাড়াও সদস্য পদে জয়লাভ করেছেন অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, ড. এ টি এম মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ড. আনিচুর রহমান, অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল, অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. রশিদুজ্জামান, অধ্যাপক ড. সাইদুর রহমান এবং অধ্যাপক ড. নূরুন নাহার।