[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পৃথিবীর ফুসফুস খ্যাত ব্রাজিলের অ্যামাজন বনাঞ্চল তিন সপ্তাহ ধরে জ্বলছে আগুন। নতুন করে দেড় হাজারের বেশি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে অ্যামাজনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৪ হাজারের বেশি সেনা সদস্য কাজ করে যাচ্ছেন।
ফ্রান্সে অনুষ্ঠেয় জি-সেভেন সম্মেলনে অংশ নেয়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোসহ বিশ্বনেতারা উদ্বেগ প্রকাশ করেছেন আগুনের ভয়াবহতা মাত্রাতিরিক্ত হওয়ায়। তারা ব্রাজিলের প্রেসিডেন্টের নিষ্ক্রিয়তাকে দায়ী করে দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।
এদিকে, দেশটির বিরোধী নেতারা ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে জঘন্য বলে আখ্যা দিয়েছেন। বিশ্বকে রক্ষায় আগুন নেভাতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বিশ্বের সবচেয়ে বড় এই বনভূমিতে টানা তিন সপ্তাহ ধরে জ্বলছে আগুন।