[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নগরীর সদরঘাট থানাধীন ফেরীঘাটে চলাচলের রাস্তা ও জনবহুল নিউমার্কেট (বিপনী বিতান) এলাকার ফুটপাত থেকে অবৈধভাবে স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী অভিযানে নেতৃত্ব দেন।
এছাড়াও অভিযানে মাদারবাড়ি মাঝিরঘাট রোডের সিটি কর্পোরেশন মার্কেটের সামনে কর্পোরেশনের জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে সাত ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু ও ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা,কর্মচারি,সদরঘাট থানা পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আদালতকে সহায়তা প্রদান করেন।