[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নওগাঁয় ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। সদর হাসপাতালে শিশুসহ সাড়ে ৭ হাজার রোগী চিকিৎসা নিয়েছে গত এক সপ্তাহে। আর ভর্তি রয়েছে সাড়ে ৭শ’ রোগী।
বাড়তি চাপে রোগীদের হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে রোগ বালাই বেড়েছে তাই সতর্ক হওয়ার পরামর্শ তাদের। নওগাঁ সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত ২৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত ৪০ জন শিশু। দিনে গরম আর রাতে শীত অনুভত হচ্ছে জেলায়। বাড়তি রোগীর কারণে দায়িত্বরত নার্সরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।
নওগাঁ সদর হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার ডা. শহিদুল আলমের এ অবস্থায় আবহাওয়া পরিবর্তনের কারণে রোগ প্রতিরোধে কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ।
আড়াইশ’ শয্যার এ হাসপাতালে ৪০ জন চিকিৎসকের জায়গায় বর্তমানে রয়েছেন ২৮ জন।