‘ধানের শীষের পরাজয় ভেবে বিএনপি এখন নৌকার কর্মীদের হুমকি দিচ্ছে’

শনিবার, জানুয়ারি ২৩, ২০২১,১২:২১ অপরাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া পৌরসভার সাধারণ নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী আলহাজ জান্নাতুল ফেরদৌস বলেছেন, আগামী ৩০ জানুয়ারী শুধু সিংড়া নয় দেশের অনেক পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোথায়ও কোন হট্রগোল নেই। আমাদের সিংড়া পৌরসভার নির্বাচনে বিএনপির ধানের শীষের যখন নিশ্চিত পরাজয়ের দিকে ঠিক তখনই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষে বিএনপি নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। ধানের শীষের নিশ্চিত পরাজয়ের কথা ভেবেই বিএনপি নৌকার কর্মীদের হুমকি দিচ্ছে।

শুক্রবার বিকেল ৫টায় সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পৌর নাগরিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা গুলো বলেন। মেয়র প্রার্থী ফেরদৌস বলেন,আমি পৌরবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম। আগামীতেও থাকতে চাই। বিগত দিনে করোনাকালীন সময়ে,বন্যার সময়ে পৌরবাসীকে যে সেবা দিয়েছি, পৌরবাসীর যে উন্নয়ন করেছি আগামী ৩০ জানুয়ারী সেই পরীক্ষার ফলাফল আপনারা আমাকে দিবেন।

আগামী ৫বছর পৌরসভাকে কেমন ভাবে দেখতে চান’ র্শীষক মেয়র প্রার্থীর সাথে সাধারণ পৌর নাগরিকের মতবিনিময় অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান,উপজেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আউয়াল,উপজেলা স্বেচ্ছানেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুল ইসলাম সৈকত,সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা প্রমূখ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে