ক্ষেতে আগুন দেওয়ার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

বুধবার, মে ২২, ২০১৯,৯:২৯ পূর্বাহ্ণ
0
27

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ধানের কম মূল্যে ক্ষেতে আগুন দেওয়ার ঘটনাগুলো বিশেষ বিশেষ জায়গায় কেন ঘটছে- সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তা তদন্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে কৃষকের ধানক্ষেতে আগুন দেওয়ার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি । 
 
ওবায়দুল কাদের বলেন, এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখতে। এখানে ঘটনাগুলো স্যাবোটেজ কিনা, কোনোভাবে এটা সরকারের সুনাম ক্ষুণ্ন করার জন্য কেউ বিষয়টা… কৃষক সংকট উদ্ভব হয়! কিন্তু ধানক্ষেতে এভাবে আগুন জ্বালিয়ে, এসব ঘটনাগুলো বিশেষ বিশেষ জায়গায় ঘটছে কেন, এটা তদন্ত করে জানাতে বলেছেন। আমরা ও  খোঁজ-খবর নেব দলীয়ভাবে।’
 
তিনি আরো বলেন, সমস্যার  সমাধান করতে হবে বাস্তবসম্মত। একটা সমস্যা হয়েছে, আগুন জ্বালিয়ে, ধান পুড়িয়ে সমাধান তো হবে না এ সমস্যার ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে