ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ও মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন

সোমবার, জুলাই ১৫, ২০১৯,১২:৪৭ অপরাহ্ণ
0
20

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা এবং নারী ও শিশু নির্যাতন দমনে কঠোর আইন প্রণয়নের দাবিতে সিলেটে  অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন। সোমবার সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ জেনারেশন অব সোসাইটি-পিজিএস’। 

এসময় বক্তারা বলেন, প্রচলিত আইলে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় কৌশলে রক্ষা পেয়ে যায় ধর্ষকরা । ফলে তারা আবারও ধর্ষণের মতো নিকৃষ্টতম অপরাধে লিপ্ত হচ্ছে। এসব কারণেই ধর্ষণ ও শিশু নির্যাতন প্রতিদিন বাড়ছে । ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা গেলে এবং নারী ও শিশু নির্যাতন দমনে কঠোরতর আইন প্রণয়ন করলে  কমানো সম্ভব হবে এসব অপরাধ। 

পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান বক্তারা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে