[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
‘আমি অনেক কষ্ট করে নিজেকে ওর হাত থেকে ছাড়াতে পেরেছিলাম। তার পর তিনতলা থেকে ঝাঁপ দিই সেই দিন বুঝেছিলাম আমি কতটা শক্তিশালী। আমি মা, মা বলে চিৎকার করতে করতে রাস্তা দিয়ে দৌড়াচ্ছিলাম।’ এভাবেই নিজের জীবনের বাজে অভিজ্ঞতার কথা বলছিলেন বিগবস-১৩ এর প্রতিযোগী আরতি সিং। আরতি বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দের ভাগনী। তার ভাই কৃষ্ণা সিংও একজন জনপ্রিয় অভিনেতা।
সম্প্রতি বিগবস-১৩ এর একটি পর্বে আরতি জানিয়েছেন, একবার ধর্ষকের খপ্পরে পড়েছিলেন তিনি। তিনি যখন কিশোরী, তখন বাড়ির কাজের লোক তাকে ধর্ষণ করতে আসে। নিজেকে বাঁচাতে তিনতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন কিশোরী আরতি।
তিনি বলেন, ‘আমি লক্ষ্নৌতে বড় হয়েছি। ওই শহরের মানুষ এমনিতেই একটু তাড়াতাড়ি ঘুমাতে যান। একদিন আমি নিজের ঘরে ঘুমিয়ে আছি। ওই সময় বাড়ির কাজের লোক ঘরে ঢুকে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। আমি সব শক্তি প্রয়োগ করে ওই ব্যক্তির হাত থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হই।’ আরতি জানান, এ ঘটনার পর বিশেষ করে তার মা ও ভাই তাকে মানসিকভাবে স্বাভাবিক হতে অনেক সাহায্য করেছেন।
অন্যদিকে বিশাল আদিত্য সিং জানান, মাত্র ৯ বছর বয়সে, তিনজন পুরুষ তাকে যৌন হেনস্থা করেছিল। বাবাকে সেই কথা জানাতে গিয়ে মার খেয়েছিলেন বিশাল।