[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ মোহাম্মদ আবদুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও চসিক এর স্থগিত নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
এক শোকবার্তায় রেজাউল করিম চৌধুরী বলেন, শেখ আবদুল্লাহ ছিলেন তৃণমূল পর্যায় থেকে উঠে আসা ইতিবাচক রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণমানুষের অধিকার রক্ষার আন্দোলনে শেখ আবদুল্লাহ ছিলেন অকুতোভয় সৈনিক। মহান মুক্তিযুদ্ধ ও দেশের রাজনীতিতে শেখ মো. আব্দুলল্লা’র অবদান অসামান্য। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক। একজন সৎ ও আদর্শবান রাজনৈতিক নেতা।
দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ সাধারণ মানুষের কল্যাণে তার অবদান অক্ষয় হয়ে থাকবে।