[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা এ্যাড. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বাঙালীর স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অসাম্প্রদায়িক রাজনীতির সংগ্রামে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। মেনন শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন, আমরা এক সঙ্গে হজ্ব পালন করেছি। তিনি অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তিনি ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব নেয়ার পর নিরলসভাবে কাজ করে গেছেন।