দ্বিতীয় দিনেও টিকিট না পাওয়ার অভিযোগ

মঙ্গলবার, জুলাই ৩০, ২০১৯,১১:০৫ পূর্বাহ্ণ
0
52

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ট্রেনের ঈদ যাত্রার আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও টিকিট প্রাপ্তির ধীর গতিসহ অ্যাপে টিকিট না পাওয়ার টিকিট প্রত্যাশীরা অভিযোগ করেছেন । শত কষ্ট সহ্য করে কাঙ্ক্ষিত টিকিট হাতে পেয়ে অনেকে উচ্ছ্বাসিত । তবে কাউন্টার স্বল্পতাসহ দীর্ঘ অপেক্ষায় নারীদের ভোগান্তি ছিল ।

ঈদ যাত্রায় বৃহস্পতিবার ৮ আগস্ট। সেদিনের টিকিটের চাহিদা বেশি থাকায়, সোমবার বিকেল থেকে কমলাপুর টিকিট প্রত্যাশীরা রেলস্টশনে ভিড় করে। সময় যত গড়িয়েছে টিকিট প্রত্যাশী মানুষের ভিড় কাউন্টার ছাড়িয়ে পৌঁছেছে স্টেশনের প্রবেশ মুখ পর্যন্ত।

মশার কামড়, ফ্যান ছাড়া ভ্যাপসা গরম আর নির্ঘুম রাত পেরিয়ে সকাল না হতেই সবাই
ক্লান্ত। ৯ টায় কাউন্টার খুলে দেয়ার পর অপেক্ষার প্রহর কমতে থাকে। শত ভোগান্তি সহ্য করে যারা হাতে পেয়েছেন টিকিট তাদের যেন বাধ ভাঙ্গা উচ্ছ্বাস।একজন বলেন, ‘সিরিয়াল অনেক মানুষের ঝামেলা,এতো কিছু পর আমি টিকিট পেয়ে অনেক খুশি।’ তবে লাইনে বিশৃঙ্খলা, টিকিট বিক্রিতে ধীরগতির পাশাপাশি এদিনও অন লাইন আর অ্যাপে টিকিট না পাওয়ার অভিযোগ।

এক যাত্রী বলেন,’অন্য ছেলেরা এসে লবিং করে নিয়ে যাচ্ছে
টিকিট, তাহলে লাইনে দাড়িয়ে  লাভ কি আমাদের।’ আরেক যাত্রী বলেন, ‘অনলাইনে টিকিট না পেয়ে দুদিন ধরে লাইনে দাড়িয়ে  পাইনি টিকিট।’

টিকিট কালোবাজারি প্রতিরোধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি স্টেশন ম্যানেজার
অ্যাপের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন । কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বলেন, ‘কালোবাজারি রোধে তৎপর আছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী। এবং একই সাথে তাদের  দেয়া আছে নির্দেশনা, কোন কালোবাজি যেন টিকিট ক্রেতার সাথে কথা বলতে না পারে।’কমলাপুর ছাড়াও রাজধানীতে আরো চারটি স্থান থেকে ঈদযাত্রার আগাম টিকিট দেয়া হচ্ছে

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে