দেশে সফলাতার পর যুক্তরাষ্ট্রে মুক্তির প্রক্রিয়া চলছে আব্বাস!

বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০১৯,৫:১৭ পূর্বাহ্ণ
0
40

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আব্বাস নিয়ে উচ্ছ্বসিত নিরব। প্রথম সপ্তাহে চলচ্চিত্রটি যে ক’টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বেশ সফলভাবেই চলেছে।  দর্শকেরা দেখেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টরা এমনটাই জানালেন । তবে এবার চলচ্চিত্রটি দেশের বাইরে মুক্তি পেতে যাচ্ছে এমন খবর এসেছে। আব্বাস চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে । প্রবাসীদের দাবির কারণেই শিগগির এটি সেখানে  শুরু হচ্ছে মুক্তির প্রক্রিয়া।

এ বিষয়ে নিরব কোনোকিছু বলতে রাজি হননি, এমনকী বিষয়টির সত্যতা সম্পর্কে নাকচ করে দেননি। তিনি বলেন, ‘সময় হলেই সব জানা যাবে, এখন তো আমার কাছে কিছু বলার মতো নেই।’ 

সূত্রটি জানিয়েছে আব্বাস  আগামী আগস্টে মুক্তি পাবে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে মুক্তি পাবে। সূত্রটি জানিয়েছে দিনে দু’টি করে শো চলবে বলে।

বাংলাদেশি চলচ্চিত্রের ক্ষেত্রে অধিকাংশ সময়ই উৎসব পার্বনে মুক্তি পাওয়া সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা দেখা যায় না আলোচনায় আসতে । অনেক দিন পরেই এর ব্যাতিক্রম ঘটলো সাইফ চন্দন পরিচালিত ‘আব্বাস’ সিনেমাটির ক্ষেত্রে। মুক্তির আগেই ছবিটির ট্রেলার ও গান ছবিটির প্রতি দর্শকের আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছিলো।

বিশেষ করে ছবিটিতে পুরান ঢাকার আঞ্চলিক ভাষার ব্যাবহার ও নিরবের লুক আগ্রহী করে দর্শকদের। গত ৫ জুলাই সারাদেশে মুক্তি পাওয়া ‘আব্বাস’ দ্বিতীয় সপ্তাহেও বেশ কিছু সিনেমা হলে চলছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে