দেশে নতুন করে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

শুক্রবার, এপ্রিল ৩, ২০২০,৬:৪০ পূর্বাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।নতুন কোনো মৃত্যুর ঘটনা নেই। এ নিয়ে মোট ৬১ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ল। আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে এ তথ্য জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন এ ব্রিফিং করেন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ১০ লাখ ১৫ হাজার ৪৬৬ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৫৩ হাজার ১৯০ জন এবং আক্রান্তদের ২ লাখ ১২ হাজার ২২৯ জন সুস্থ হয়েছেন।

যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৬৬ জন এবং মারা গেছেন ৬ হাজার ৭৫ জন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে