[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
আজ শনিবার (২ মে) দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এসব অঞ্চলের নদীবন্দরকে ।
আজ শনিবার (২ মে) দিনের প্রথমভাগের পূর্বাভাসে এসব কথা বলেছে আবহাওয়া অফিস।পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার এই পূর্বাভাস ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বলবৎ থাকবে।