[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আরো ৩ জন মৃত্যুবরণ করেছেন। এনিয়ে মোট মৃত্যুবরণ করেছেন ১৫৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। দেশে এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬,৪৬২ ।
আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়, দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪,৩০৯ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং ৪,৩৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৯ জন।
তিনি বলেন, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে যে তিনজনের মৃত্যু হয়েছে, তিনজনই ঢাকার বাসিন্দা।