[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দেশে করোনাভাইরাসে আরো একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের(আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে করা সংবাদ সম্মেলনে ।
ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আরো একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী ওই ব্যক্তি বিদেশ থেকে আগত রোগীর পরিবারের সদস্য। গত ১৮ মার্চ তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরবতীতে এলাকার একটি হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে ২১ মার্চ ঢাকায় আনা হয়। ঢাকায় তিনি আমাদের এখানে চিকিৎসাধীন ছিলেন। তিনি একজন পুরুষ। তাঁর বয়স ৬৫ বছর। তাঁর ডায়াবেটিস এবং হাইপারটেনশন ছিল। এসব জটিলতার জন্য আজ বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি ৮২ জনের। এ নিয়ে এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে মোট ৭৯৪ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন কোন রোগী শনাক্ত হয়নি। এই মুহূর্তে আইসোলেশনে আছেন ৪৭ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরো দুইজন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এ পর্যন্ত ৭ জন।