[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে দেশে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৪৩ জনে।
গত ২৪ ঘণ্টায় ১৬২৫৯ জনের নমুনা পরীক্ষায় ৩৮০৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৩৯ শতাংশ।
আজ বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৩৮ জন মৃত্যুবরণ করেছেন। এই পর্যন্ত এ ভাইরাসে দেশে মৃত্যুবরণ করেছেন ১৩৪৩ জন।
শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৭৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন।
নাসিমা সুলতানা জানান, আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ২৬ শতাংশ। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নামুনা সংগ্রহ করা হয়েছে ১৭৩৪৯টি। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৮৯২২টি । গতকালের চেয়ে আজ ১৫৭৩টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৬১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৬২৫৯টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৭৫২৭টি। এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৬৭ হাজার ৫০৩টি নমুনা পরীক্ষা হয়েছে।


























