দেশের স্বাস্থ্যকর্মীদের বিশেষ সুরক্ষিত পোশাক দেবে মার্কস স্পেনসার

রবিবার, মার্চ ২২, ২০২০,৫:০৪ অপরাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

যুক্তরাজ্যভিত্তিক পোশাক ক্রেতা প্রতিষ্ঠান মার্কস অ্যান্ড স্পেনসার (এমঅ্যান্ডএস) দেশের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার সরঞ্জাম বা পারসনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বা বিশেষ সুরক্ষিত পোশাক তৈরিতে হাত দিয়েছে। প্রতিষ্ঠানটি স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করবে এসব পোশাক। আজ রবিবার এ তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানের এদেশীয় প্রধান ও বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে স্বপ্না ভৌমিক বলেন, ‘পিপিই বানানোর বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে আমরা ত্রিশটা স্যাম্পল তৈরি করেছি। সাধারণ সেলাই মেশিনে পোশাকগুলো সেলাই করা হয়েছে। ফলে পুরোপুরি বায়ুরোধী করা যায়নি। আশা করছি, দুই-তিন দিনের মধ্যেই প্রাথমিকভাবে ব্যবহার উপযোগী করে তৈরি করা সম্ভব হবে। তিনি আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে চার লাখ থেকে সাড়ে চার লাখ পিপিই বানিয়ে দেওয়া হবে। এই পোশাক দেওয়ার পরিকল্পনা রয়েছে দেশের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে