দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্কতা সংকেত

মঙ্গলবার, জুন ৪, ২০১৯,১১:৪৬ পূর্বাহ্ণ
0
39

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে । আজ মঙ্গলবার এ সতর্কতা সংকেত দেওয়া হয় আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে ।

পূর্বাভাসে বলা হয়, বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি বেগে । ২ নম্বর নৌ-হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে এসব এলাকার নদীবন্দরসমূহকে ।

পূর্বাভাসে আরো বলা হয়, দেশের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিম/উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি বেগে । ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে