[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সৌরভ সোহরাব,সিংড়া(নাটোর) প্রতিনিধি: তথ্য ও প্রযুক্তি যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশকে মেধা শূন্য করার লক্ষেই এদেশের বুদ্ধিজীবিদের হত্যা করা হয়েছিল। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আজকের এই দিনে স্বাধীনতার পরাজিত শক্তি যখন নিশ্চিত পরাজিত বুঝতে পারলো ঠিক তখনই বাছাই করে এদেশের চিকিৎসক,বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক সহ বুদ্ধিজীবিদের হত্যা করা হয়েছিল। বাংলাদেশ যেন কখনো ঘুরে দাড়াতে না পারে সে জন্যই তারা এই হত্যা কান্ডের পথ বেছে নিয়েছিল।
সোমবার সন্ধায় উপজেলা আ,লীগের আয়োজনে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোর মিছিল শেষে উপজেলা স্মৃতিসৌধে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক এই কথা গুলো বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন,সেই পরাজিত শক্তি,পাকিস্তানের দালাল,আলবদর,রাজাকাররা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চাইছে। এই জন্য তারা ভাস্কর্য নিয়ে গভীর ষড়যন্ত্র করছেন। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।
এসময় বক্তব্য দেন উপজেলা আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড জিল্লুর রহমান।