[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কুমিল্লা প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত এ দেশকে এগিয়ে নিতে শিক্ষা, শিল্প ও কৃষি উন্নয়নের পাশাপাশি মৎস্য চাষিদের বিভিন্ন প্রণোদনার আওতায় এনে ছিলেন। ওই সময় মৎস্য চাষিদের উৎসাহ উদ্দীপনা দিয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের দেশে জায়গায় আছে। আমাদের দেশে সোনার মানুষ আছে। আমাদের ধান ও পাট আছে। আমাদের বস্ত্র আছে। আমাদের মাছ আছে। আমরা যদি এসবের সঠিক পরিচর্যা করতে পারি তাহলে আমাদের এই দুর্দিন থাকবে না। আজকে বঙ্গবন্ধু নেই। কিন্তু তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বঙ্গবন্ধুর সব সপ্ন বাস্তবায়ন হচ্ছে।
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বুধবার(৩১ জুলাই) সকাল ১০টায় দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা হয়। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গনের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও র্যালি হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এবং দেবিদ্বার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ আরো বলেন, মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে অন্যতম স্থান অধিকার করে আছে। সরকারের সার্বিক সহযোগিতায় মৎস্য চাষে বিপ্লব ঘটেছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে আমাদের উৎপাদিত মাছ। দেবিদ্বার উপজেলা পরিষদের পক্ষে থেকে এই জনপদের সকল ছোট-বড় মৎস্য চাষি ও উদ্যোক্তাদের মাছ চাষে সার্বিক মানোন্নয়নে আমরা কাজ করে যাবো।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম লিপি, উপজেলা খামার ব্যবস্থাপক মামুনুর রশিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আলি এহসান, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব রাজীব মুন্সি, দেবিদ্বার উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম শাহিন ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিটু প্রমুখ।