দেবীদ্বারে ঈদ পরবর্তী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

সোমবার, মে ১, ২০২৩,৮:০৭ অপরাহ্ণ
0
18

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি : “মাদকের বিরুদ্ধে ফুটবল-আনন্দের উৎস ফুটবল-জনপ্রিয়তার শীর্ষে ফুটবল”এ শ্লোগানকে সামনে রেখে মাদককে নিরুৎসাহীত করে খেলা-ধূলার প্রতি আসক্তি বাড়িয়ে স্বাস্থ্য সু-রক্ষায় ঈদ পরবর্তী ফুটবল খেলার আয়োজন করেছে রাজামেহার ক্রীড়া সংঘ।
সোমবার বিকেলে দেবীদ্বার উপজেলার রাজামেহার স্কুল এন্ড কলেজ মাঠে ওই খেলার আয়োজন করা হয়।
উক্ত খেলায় ‘দেবীদ্বার উপজেলা ফুটবল একাদশ বনাম বৃহত্তর নোয়াখালী জেলা ফুটবল একাদশ’র প্রতিদ্বন্দ্বিতায় নোয়াখালী জেলা ফুটবল একাদশ (১-০ গোলে ……) বিজয় লাভ করে।
উপজেলার ১১ নং রাজামেহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সরকারের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লুৎফর রহমান বাবুল, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৪ নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, ৯ নং গুনাইঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুল, ১২ নং ভানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো. জালাল উদ্দিন ভূইয়া।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন’র রেফারী মো. ময়নাল হোসেন’র পরিচালনায় এবং মো. আমির মীর এর তত্বাবধানে উক্ত খেলা উপভোগ করেন হাজার হাজার ক্রীড়া প্রেমী দর্শক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদক,ইফটেজিং,বাল্যবিবাহসহ সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সকলে মিলে কাজ করতে হবে ও উন্নত দক্ষ যুবসমাজ বিনির্মাণে খেলাগুলো চালিয়ে যেতে হবে। খেলা শেষে বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আবুল কালাম আজাদ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে