দেবিদ্বারে ‘স্বতন্ত্র প্রার্থীর লোক বলেই’ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩,১২:৩৩ পূর্বাহ্ণ
0
36

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে ‘স্বতন্ত্র প্রার্থীর লোক বলেই’ ফাহিম খাঁন (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় লিটন সরকারের নেতৃত্বাধীন বাহিনী। বুধবার (১৩ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা পৌনে ৭টার দিকে বরকামতা ইউনিয়নের বাগুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ফাহিমকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে ফাহিম সেখানে চিকিৎসাধীন রয়েছে। আহত ফাহিম মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের মো. ফরিদ খাঁনের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক । সে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদের অনুসারী।
আহত ফাহিমের চাচাতো ভাই মো. শামীম খাঁন জানান, ফাহিম কুমিল্লা থেকে এসে দেবিদ্বার থানার বরকামতা ইউনিয়নের বাগুর বাস স্টেশনে নেমে ছোটনা বাড়ির দিকে রওয়ানা দেয়। এসময় স্থানীয় লিটন সরকারের নেতৃত্বে ১০/১২জন চিহ্নিত সন্ত্রাসী ‘ওই স্বতন্ত্র প্রার্থীর লোক বলেই’’ লাঠি, রাম দা ও দেশীয় অস্ত্র নিয়ে ফাহিমকে ধাওয়া করে পরে ফাহিম প্রাণে বাঁচার জন্য দৌড় দিলেও তাকে ধরে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ফাহিমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ‘ আমি বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত ব্যক্তির শরীরের একাধিক জায়গায় গুরুতর জখম হয়েছে। তাঁর মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে অভিযুক্ত লিটন সরকারের ফোনে কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া বলেন, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে