[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’ দেড় শতাধিক দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। সোমবার ( ২৩ ডিসেম্বর) ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ঝাউদিয়া আবাসন প্রাঙ্গণে প্রায় ১১৫ টি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের প্রায় ২০ টি এবং কুষ্টিয়ার প্রায় ১৫ টি ভাসমান শীতার্ত পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করে তারা।
তারুণ্য’র সহ কার্যকরী সদস্য এস.এ.এইচ ওয়ালীউল্লাহ্ এবং আয়েশা সিদ্দীকা তন্বী এর যৌথ সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ঝাউদিয়া আবাসনের পরিচালক মাহিদুল ইসলাম, তারুণ্যের সভাপতি শেখ রাইয়ান উদ্দীন, সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন খানসহ তারুণ্য’র অন্যান্য সদস্যরা।
এসময় তারুণ্য’র সভাপতি শেখ রাইয়ান উদ্দীন বলেন, ‘মানবিকতা মানুষের স্বকীয় বৈশিষ্ট্য। এই মানবিকবোধ থেকেই তারুণ্য প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে থাকে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তারুণ্য কাজ করে যাচ্ছে। শীতার্ত মানুষদের একটু উষ্ণতা দেওয়ার জন্যই তারুণ্যর এই কর্মসূচি। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারুণ্য নতুন উদ্যমে কাজ করার শক্তি পেলো এবং তারুণ্য তার স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে সর্বদা কাজ করে যাওয়ার চেষ্টা করবে।’
উল্লেখ্য, ‘তারুণ্য’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০০৯ সালের ২৯ শে জুলাই প্রতিষ্ঠার পর থেকে তারুণ্য বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
রক্তদান কর্মসূচী, তারুণ্য লাইব্রেরি,বন্যার্তদের ত্রাণ বিতরণ,চিত্রাঙ্কন প্রতিযোগিতা,লিডারশীপ ট্রেনিং, প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ,অসহায় শিক্ষার্থীদের সহয়তা এর মধ্যে উল্লেখযোগ্য।