দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতে গিয়ে র‌্যাবের হাতে আটক ২

সোমবার, জুলাই ২০, ২০২০,৪:০৬ অপরাহ্ণ
0
38

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতে গিয়ে মো. শহিদুল হক ওরফে দিপু (৫২) ও মো. হুমায়ন কবির (৩৫) নামে প্রতারকচক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণামূলকভাবে চুরি করে নেয়া ৫টি এন্ড্রয়েড মোবাইল সেট এবং নগদ ৪ লাখ ৮ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়েছে।

আটক হওয়া প্রতারকচক্রের দুই সদস্যের মধ্যে মো. শহিদুল হক ওরফে দিপু নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বরপিট গ্রামের মৃত মজিবুল হকের ছেলে এবং মো. হুমায়ন কবির মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার দেওয়ানকান্দি গ্রামের মৃত আলী মিয়া ব্যাপারীর ছেলে।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্ক মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম শোভন খান জানান, গত ১২ জুলাই শহিদুল হক ওরফে দিপু কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় শেরাটন হোটেলের নীচ তলায় অবস্থিত স্যামসাং মোবাইল শো-রুমে গিয়ে ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে বলেন যে, তিনি দুদকের উপ-পরিচালক। বর্তমানে তিনি সপরিবারে কিশোরগঞ্জ জেলার গণপূর্ত বিভাগের রেস্ট হাউজের ৩য় তলায় অবস্থান করছেন। তিনি তার পরিবারের সদস্যদের জন্য পাঁচটি এন্ড্রয়েড মোবাইল সেট ক্রয় করবেন।

শো-রুমটি থেকে পাঁচটি এন্ড্রয়েড মোবাইল সেট পছন্দ করে পরিবারের সদস্যদের দেখানোর জন্য শো-রুমের সেলসম্যান সহ মোবাইল পাঁচটি নিয়ে গণপূর্ত বিভাগের রেস্ট হাউজে নিয়ে যান। রেস্ট হাউজের সামনের একটি কক্ষে সেলসম্যানকে বসিয়ে রেখে পরিবারের সদস্যদের মোবাইল দেখানোর কথা বলে মোবাইল পাঁচটি নিয়ে পালিয়ে যান।

ঘটনার পরপরই র‌্যাবের একটি অপারেশনাল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য উপাত্ত এর মাধ্যমে ঘটনায় জড়িতদের সনাক্ত পূর্বক গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চালায়।

পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাবের একটি অপারেশনাল টিম রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার ভাটারা থানাধীন যমুনা ফিউচার পার্ক মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে