[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বিশেষ ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস করোনাভাইরাসে লকডাউনের কারণে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে।
আজ রবিবার (৩ মে) মুম্বাই থেকে ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এবং কলকাতা ৭৪ আসনের ড্যাশ-৮ উড়োজাহাজে দুই শতাধিক বাংলাদেশির দেশে ফেরার কথা। বিকেলে ৫টা ৪৫ মিনিটে মুম্বাই থেকে এবং বিকেল ৪টার দিকে কলকাতা দুটি পৃথক উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আগামী ৫ মে দিল্লিতে আরো একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এর আগে গত ১ মে কলকাতা-ঢাকা, ২ মে দিল্লি-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে বিমান।
প্রয়োজনীয় সংখ্যক যাত্রী পাওয়া সাপেক্ষে ভারতের বিভিন্ন শহর থেকে আরো কিছু বিশেষ ফ্লাইট পরিচালনার ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। অন্যদিকে চেন্নাই থেকে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইনস। দ্বিতীয় দফায় আটকে থাকা বাকি বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি বিমান সংস্থাটি।
বিমানবন্দর সূত্র জানায়, যাঁরা ফিরেছেন তাঁদের সবার করোনা পরীক্ষা করানো হয়েছে। হজ ক্যাম্পে স্ক্রিনিংয়ের পর তাঁদের প্রয়োজন অনুযায়ী প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।