[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
নাগরিকত্ব আইন নিয়ে গত কয়েকদিন ধরে চলা সহিংসতায় ভয়াবহ পরিস্তিতির উদ্ভব হয় দিল্লিতে। পরিস্থিতি শান্ত হলেও এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভারতের রাজধানীতে। এরই মধ্যে মিলল আরও ৪টি মরদেহ। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, সোমবার (২ মার্চ) দিল্লির উত্তর-পূর্বে গোকুলপুরীর দু’টি ড্রেন থেকে তিনটি মৃতদেহ ও শিব বিহারের এক ড্রেন থেকে একটি দেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে দিল্লির সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে তারা।
এদিকে পশ্চিম দিল্লির তিলকনগর ও রাজৌরি গার্ডেনে গুজব ছড়িয়ে পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিলকনগর মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়। পরে পশ্চিম উত্তমনগর, তুঘলকাবাদ, বদরপুর, সুরজমল স্টেডিয়াম, নাঙ্গলোই মেট্রো স্টেশনে ঢোকা-বেরোনোর পথও বন্ধ হয়ে যায়।
তবে ঘণ্টাখানেক পরে আবারও মেট্রো স্টেশন খোলা হয়। এদিকে গুজব ছড়ানোর বিষয়টি নিয়ে দিল্লি পুলিশের মুখপাত্র এমএস রানধোয়া জানান, সহিংসতার কোন ঘটনা ঘটেনি। এছাড়া গুজব কান না দেয়ার জন্যে অনুরোধ করেছেন দিল্লিবাসীকে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।