[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ১ লাখ ২৪ হাজার ৩১৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৮৯ হাজার ২৩৩ জন । ফলে পাশের হার দাঁড়িয়েছে ৭১ দশমিক ৭৮ শতাংশ।
এবার শিক্ষা বোর্ডে ৪ হাজার ৪৯ জন জিপিএ-৫ পেয়েছে । এর মধ্যে জিপিএ প্রাপ্ত ছাত্রী ১ হাজার ৭৭৭ জন এবং ছাত্র ২ হাজার ২৭২ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এবারও প্রাপ্ত ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা । ছাত্রীর পাশের হার ৭৫ দশমিক ৩৯, পক্ষান্তরে ছাত্রের পাশের হার ৬৮ দশমিক ৩৭। তবে জিপিএ-৫ এ মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে। ইংরেজীতে ফেল করার সংখ্যা বেশি হলেও এবার গতবারের চেয়ে পরীক্ষায় পাশের হার বেড়েছে।
তিনি আরও জানান, এবার এ বোর্ডের অধীন রংপুর বিভাগের ৮টি জেলার ৬৫৮টি কলেজের পরীক্ষার্থীরা ১৯৯টি কেন্দ্রে ১ লাখ ২৪ হাজার ৩১৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। ৬৫৮টি কলেজের মধ্যে শতভাগ পাশকৃত কলেজের সংখ্যা ২০টি। একজনও পাশ করতে পারেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৭টি।
গত ২০১৮ সালের এইচএসসি’র পরীক্ষায় পাশের হার ছিল ৬০ দশমিক ২১ শতাংশ। এ বোর্ডে গতবারের চেয়ে ভাল হয়েছে রেজাল্ট। এবার বোর্ডে ইংরেজীতে বেশী ফেল না করলে পাশের হার আরও বেশী হতো বলে জানান দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান।