দিনাজপুর বোচাগঞ্জের ছাত্রদলের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২০,৮:২৬ পূর্বাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক মজনুর রহমান মজনুকে (৩০)। বোচাগঞ্জ উপজেলার ধনতলা গ্রামের ওবাইদুল রহমানের ছেলে মজনু। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে দুর্বৃত্তরা ৮ থেকে ১০টি মোটরসাইকেলে এসে বোচাগঞ্জ উপজেলার শুখদেবপুর চৌরাস্তার মোড়ে মজনুকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোচাগঞ্জ থানার ওসি আইয়ুব আলী বলেন, ঘটনাটি ঘটে টাকা পাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অভিযান চলছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে