দিনমজুর ও খেতমজুরদের কোয়ারেন্টাইন থাকা অবস্থায় খাদ্য ও আর্থিক সহায়তা দিতে হবে

শুক্রবার, মার্চ ২০, ২০২০,১১:৫৪ পূর্বাহ্ণ
0
70

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ ২০ মার্চ ২০২০ শুক্রবার সকাল ১১টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি জনাব মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সংক্ষিপ্ত জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গা জেলা ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদকমন্ডলীয় সদস্য ও জাতীয় কৃষক সমিতির জেলা সহ-সভাপতি কমরেড ইউনুস আলী শান্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ কর হয় ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। সভায় সারাদেশের কৃষকদের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সারাদেশে সংগঠন গড়ে তোলার জন্য জোর তাগিদ দেওয়া হয়। নেতৃবৃন্দ হাওড়-বাওড় ও চরাঞ্চলে শ্রমজীবি মানুষকে সংগঠিত করার উপর জোর দেন। এছাড়া বাণিজ্যিক কৃষি ভিত্তিক চাষাবাদকারী (পশু পালন, মৎস্য চাষ, আখ চাষ, তামাক চাষ, কলা চাষ, বাদাম চাষ, আম-লিচু চাষ, লবণ চাষ, চিংড়ি চাষ) দের সমস্যা ভিত্তিক আন্দোলন ও সংগঠন গড়ে তোলার উপর জোর দেওয়া হয়।
সভায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ও মহামারীতে রূপ নেওয়া করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। করোনা ভাইরাস ইতিমধ্যে বাংলাদেশেও বিস্তার লাভ করছে। আতংকগ্রস্থ ও উৎকন্ঠিত মানুষকে বাচাঁতে সরকার ইতিমধ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল, পর্যটন এলাকা মিটিং, মিছিল, বিয়ে, ওয়াজ মাহফিল ও লোক সমাগম হয় এমন জায়গা বন্ধ ও নিষিদ্ধ করেছে। দিনমজুর, খেতমজুর ও খেটে খাওয়া মানুষ নিরূপায় ও কর্মহীন হয়ে পড়েছে। সভায় দিনমজুর ও খেতমুজরদের প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন থাকা অবস্থায় খাদ্য ও আর্থিক সহয়তা দেওয়ার জন্য সরকারের উপর জোর দাবি জানান। ইতিমধ্যে পৃথিবীব্যাপী শ্রমজীবি মানুষদের জন্য বিভিন্নদেশ কোয়ারিন্টেনে থাকা অবস্থায় খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে। যা বাংলাদেশের সরকারকেও উদ্যোগ নিতে হবে।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ, গবেষনা সম্পাদক নুর আহমদ বকুল, সহ-সাধারণ সম্পাদক হবিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক দীপংকর সাহা দিপু, প্রচার সম্পাদক মোস্তফা আলমগীর রতন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ খান, ক্রীড়া সম্পাদক গোলাম নওজব পাওয়ার চৌধুরী প্রমুখ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে