[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে তামিম-মুশফিক-রিয়াদরা বর্তমানে কলম্বোতে অবস্থান করছে । তবে দলের সঙ্গে এখনও যোগ দেননি ১৪ সদস্যের স্কোয়াডের পাঁচজন। অবশ্য এদের মধ্যে পেসার রুবেল হোসেন আজ সোমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন ।
জানা গেছে, গত শনিবার দুপুরে তামিম ইকবালের নেতৃত্বে ১৪ সদস্যের স্কোয়াডের মাত্র সাতজন খেলোয়াড় শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়েন । তারা হলেন- অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহীম, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত। পরে ওইদিন রাতের বেলা শ্রীলঙ্কায় গিয়ে তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দলের সঙ্গে যোগ দেন । কারণ তারা ভারতের কর্ণাটকায় ব্যস্ত ছিলেন মিনি রঞ্জি ট্রফি খেলতে । এদিকে ব্যক্তিগত কারণে সেদিন(শনিবার) পেসার রুবেল হোসেন দলের সঙ্গে যাননি । আজ সোমবার তিনি শ্রীলঙ্কায় পৌঁছে দলের সঙ্গে যোগ দিয়েছেন ।
তবে আরো চারজন খেলোয়াড় এখনও বাকি রয়েছে। তারা হলেন- এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও ফরহাদ রেজা। অনানুষ্ঠানিক ওয়ানডে ম্যাচ এ চারজনই আফগানিস্তান এ দলের বিপক্ষে খেলছেন ।
আগামী ২৬ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে। এরপরে ২৮ ও ৩১ জুলাই দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলবে টাইগাররা। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।