দলমত নির্বিশেষে নিম্ন ও মধ্যবিত্তদের ওএমএস কার্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে

বুধবার, এপ্রিল ২৯, ২০২০,১০:২৭ পূর্বাহ্ণ
0
24

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, দলমত নির্বিশেষে নিম্ন ও মধ্যবিত্তদের ওএমএস কার্ডে অন্তর্ভুক্ত করার নির্দেশনা ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাঁর এই নির্দেশনাকে মাথায় রেখে ওএমএস কার্ড তালিকায় নাম অন্তর্ভূক্তির জন্য কঠোর পরিশ্রম ও তদারকি, পত্রিকা বিবৃতির মাধ্যমে নগরবাসীকে অবগত করেছি। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলরদেরকে বারংবার তাগাদাও দিয়েছি। এখন ওএমএস কার্ড তালিকা প্রস্তুত প্রায় শেষ। শুরু হয়েছে কার্ড বিতরণ,যার সুফল পাবে নগরবাসী।

আজ বুধবার সকালে নগরীর ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গণে এলাকাবাসীর কাছে ওএমএস কার্ড বিতরণ করে এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে মেয়র একথা বলেন। মেয়র বলেন“সরকার গত কয়েক বছর ধরে পঞ্চাশ লক্ষ পরিবারের মধ্যে মাসে ৩০ কেজি করে ১০ টাকা দরে চাল দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুনভাবে যে পঞ্চাশ লক্ষ রেশন কার্ড করা হবে সেগুলো প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন তাদেরকেই অন্তর্ভূক্ত করতে হবে। এই কার্ডটি করার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করেছি, কারণ একজন মানুষও অভাবে থাকুক সরকার সেটা চায় না।

মেয়র বলেন, যিনি আওয়ামী লীগের কড়া সমালোচক, কোনো সময় আমাদের দলকে ভোটও দেননি, তিনি যদি প্রকৃতপক্ষে অভাবি হন প্রধানমন্ত্রী ঘোষিত রেশন কার্ডে তার নামও অন্তর্ভুক্ত করতে হবে। যেহেতু আমরা নির্বাচিত জন প্রতিনিধি সেহেতু আমাদের দায়িত্ব অনেক বেশি। ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের একান্ত দায়িত্ব। করোনাভাইরাসের সংক্রমণের কারণে কিছু মানুষ নতুনভাবে সঙ্কটের মধ্যে পড়েছে উল্লেখ করে মেয়র বলেন, “শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের প্রতিদিন ইনকাম ছিল, এখন কিন্তু ইনকাম নাই। আবার সবাই ত্রাণ চাইতেও পারেনা, নিজেদের সমস্যার কথা মুখ ফুটে বলছেন না। আমাদের খেয়াল করে নিজেদের বিবেচনায়, যারা চাইতে পারেনা তাদের কাছে ত্রাণ পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার যারা ভালো মতো চাইতে পারে, দেখা যাচ্ছে সে সবার কাছ থেকে নিচ্ছে। এইটা যাতে না হয় পুরো বিষয়টার মধ্যে একটা সমন্বয় হওয়া প্রয়োজন। করোনাভাইরাস নিয়ে যেকোনো ধরনের অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে নগরবাসীকে আহ্বান জানান মেয়র।

কার্ড বিতরণ কালে এসময় প্যানেল মেয়র ও কাউন্সিলর ড.নিছার উদ্দিন আহমদ মঞ্জু, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, মহিলা কাউন্সিলর আবিদা আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে