দক্ষিণে বিএনপির প্রার্থী ইশরাক, উত্তরের সিদ্ধান্ত আজ

শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯,৫:২০ পূর্বাহ্ণ
0
17

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, দক্ষিণে আমাদের অন্য কোনো প্রার্থী নেই তাই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আমাদের চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হয়েছে। উত্তরের সিদ্ধান্ত আগামীকাল (আজ) জানানো হবে। গতকাল শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন তিনি।

রিজভী বলেন, যারা প্রার্থী হতে চান তাদের দলের মনোনয়ন বোর্ড সাক্ষাৎকার নেবেন। সেখানে যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত ঘোষণা করা হবে। আশা করছি আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, এখনতো যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। এর পরেই আমরা ইভিএম ছাড়াও আনুষ্ঠানিক বিষয় নিয়ে নির্বাচন কমিশনকে জানাবো। 

আর কাউন্সিলরদের প্রক্রিয়াতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি দেখবে। এ বিষয়ে দুটি আলাদা টিম গঠন করা হয়েছে তারাই এ প্রক্রিয়া চূড়ান্ত করবেন বলেও জানান তিনি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে