[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
পুলিশের নারী সদস্য হিন্দি গানের তালে তালে নাচছিলেন । সামাজিকমাধ্যমে থানার ভিতরের এমন কাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে। শেষ ওই পুলিশ সদস্যকে চাকরি হারাতে হয়েছে।
সম্প্রতি ভারতের গুজরাট প্রদেশের মেহসানা জেলার ল্যাংনাজ পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির।
খবরে বলা হয়েছে, অর্পিতা চৈৗধুরী নামের এক নারী পুলিশ সদস্য মেহসানার ল্যাংনাজ থানার ভেতরে একটি হিন্দি গান বাজান ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে। ওই গানের সঙ্গে নিচে নাচতে থাকেন। থানার লক আপের সামনে ভিডিওটি ধারন করা হয়েছে ।
সামাজিকমাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর । থানার মধ্যে ডিউডিতে থাকা অবস্থায় ইউনিফর্ম না পরে এমন কাণ্ড করায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সামরিক বরখাস্ত করা হয়েছে।
অর্পিতা চৌধুরী আইন লঙ্ঘন করেছেন বলেন, মেহসানা জেলাপুলিশের ডেপুটি সুপার মানজিথা ভানজরা। ইউনিফর্ম পরেননি ডিউটিতে থেকেও । তিনি একটি ভিডিও শুটিং করেছেন পুলিশ স্টেশনের ভেতরে। নিয়ম মেনে চলা উচিতপুলিশ কর্মকর্তাদের; যা তিনি করেননি। এজন্য বরখাস্ত করা হয়েছে তাকে ।’