[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
করোনা ভাইরাস সংক্রমণের এ বৈশ্বিক মহামারিতে যে সকল জনপ্রতিধি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দেওয়া ত্রাণসামগ্রী নিয়ে অনিয়ম বা আত্বসাৎ করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
মন্ত্রী গতকাল সকালে রাজধানীর উত্তরায় রাজউক, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ কয়েকটি খাল পরিদর্শনকালে এ হুঁশিয়ারি দেন।
মন্ত্রী আরো বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও মহামারি থেকে রক্ষা পেতে ঘরে থাকার জন্য বলা হয়েছে। এ অবস্থায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকার প্রদত্ত খাদ্য সহায়তা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বন্টন করা হচ্ছে। এসব ত্রাণসামগ্রী বিতরণকালে যে কোনো অনিয়মের খোঁজ পাওয়ার সাথে সাথে তড়িৎ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। ত্রান নয়ছয় করা হলে কোনো ধরণের অনুকম্পা দোষীদের দেখানো হবে না। মন্ত্রী বলেন, ত্রাণ সংক্রান্ত অনিয়ম বা ত্রান আত্বসাতের সাথে জড়িত বেশ কিছু জনপ্রতিনিধিকে ইতোমধ্যেই বহিষ্কার করার পাশাপাশি নিয়ম অনুযায়ী ফৌজদারি আইনে মামলার মুখোমুখিও করা হয়েছে।
বৃহত্তর উত্তরা এলাকার বেশ কিছু খাল পরিদর্শনকালে মন্ত্রী বলেন, রাজধানীর চারপাশে দিয়ে বয়ে যাওয়া খালগুলো এবারের বর্ষার আগেই পরিষ্কার রাখার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। করোনা বিস্তারের এ পরিস্থিতিতে পানি নিষ্কাষণ ও ডেঙ্গু মশার প্রাদুর্ভাব যাতে নগরবাসীর জন্য বাড়তি সমস্যার কারণ না হয়, সে কারণে খালগুলো পরিষ্কার করার ওপর জোর দেওয়া হচ্ছে।
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মোঃ হেলাল উদ্দিন, ঢাকা ওয়াসার এমডি, রাজউকের চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।